29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সিসি ক্যামরোয় গরু চোর সনাক্ত চোর গ্রফেতার

ইয়ামিন কবির স্বপন (চিকলী নিউজ কিশোরগঞ্জ প্রতিনিধি) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোয় দিনে-দুপুরে গরু চুররি ঘটনায় চোরকে আটক করছে থানা পুলশি। ওসি আব্দুল আউয়ালরে ঐকান্তকি প্রচষ্টোয় ০৯ ইউনয়িনের ০৯ চেয়ারম্যানের আর্থিক সহযোগতিায় কিশোরগঞ্জ শহরে লাগানো সিসি ক্যামরোর মাধ্যমে চোর সহ গরু শনাক্ত করনে মামলার তদন্ত র্কমর্কতা এস আই আক্কেল আলী তার সঙ্গীয় র্ফোস নিয়ে গত শুক্রবার ভোর ৪ টায় গরু চোরকে তার নিজ বাড়িতে গ্রফেতার করে। তার দেওয়া বর্ননা অনুযায়ী পরর্বতীতে জলঢাকার খালিশা খুটামারা এলাকার কাল্টু মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমানের বাড়ি থেকে চোরাই কৃত গরুটি উদ্ধার করনে। জানা গেছে  আটককৃত চোর হলনে, কিশোরগঞ্জ উপজলোর পুটমিারী ইউনিয়নের কালিকাপুর বাগানবাড়ি এলাকার মোসাবরে হোসনেরে ছেলে রবিউল ইসলাম। ওসি আব্দুল আউয়াল শনিবার দুপুর ১২ টায় প্রেস ব্রিফিং করে জানান, গত ২৩ জুলাই সন্ধ্যা ৯ ঘটকিায় জানতে পারি নিতাই ইউনিয়ন থেকে একটি লাল রঙরে গরু চুরি হয়ছে। যার দাম আনুমানকি ২৫ হাজার টাকা। পরে আমরা সিসি টিভিরি ফুটজে র্সাচ করে ফেসবুক আপলোড করি। বাদী থানায় এসে অভিযোগ করলে মামলা রুজু করা হয় এবং সেই দিনেই ভোর ৪ টা ৩০ মিনিটে গরুসহ চোরকে আটক করতে সক্ষম হই । উল্লখ্যে বিষয় হল চুরি যাওয়া গরুটি চুরি যাওয়ার  ৩-৪ ঘন্টার মধ্যে  উদ্ধার করা সম্ভব হয়েছে সিসি টিভি ফুটজেরে মাধ্যমে। গত ২৩ জুলাই সকাল আনুমানকি ১০ টায় উপজলোর নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকা থেকে একটি লাল রঙের গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালকি মোঃ আবদার রহমানের ছেলে আখতারুজ্জামান রুবলে বাদী হয়ে প্বাশবতী পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাগান বাড়ি এলাকার মোসাবের হোসেনের ছেলে রবিউল ইসলাম এর নামে মামলা দায়ের করেন । যার মামলা নং ১৫, তারিখ- ২৪ জুলাই  ২০২১ ইং।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়