35.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ছাড়ালো পৌনে ৪২ লাখ

চিকলী ডেস্ক নিউজ : প্রণঘাতি কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডবের মধ্যে টিকা কার্যক্রম চললেও থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ৬ হাজার ৮৬৮ প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ১২৬৬ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ২৮ হাজার।
করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৩১৬ এবং মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ৭৫ হাজার ১২৯। এ পর্যন্ত ভাইরাসটির কবল থেকে ১৭ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ২২৯ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৯৫৮ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জনের। চিকিৎসাধীন ৫০ লাখ ৬০ হাজার ৭৯৪ জন।
এর পরের স্থানেই থাকা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৪১১ জনের। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৩৮ হাজার ১৫৩ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৯ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৯৯৬ জনের। ৩ কোটি ৫ লাখ ৭১ হাজার ৩৯৯ জন সুস্থ হলেও এখনও চিকিৎসাধীন ৪ লাখ ১৭ হাজার ২৪৪ জন।
তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ১৮ হাজার ১২৯ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৯৯৯ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৬৬৩। চিকিৎসাধীন ৭ লাখ ৮৯ হাজার ২২৮ জন।
তালিকায় এরপরেই থাকা রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও ইতালিতে সংক্রমণ সংখ্যা ৪০ থেকে ৬১ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। সংক্রমণে ১৬ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার। আর ১১ লাখ ৬৪ হাজার ৬শ সংক্রমণ নিয়ে ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যু ছাড়িয়েছে ১৯ হাজার ২শ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়