29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

এক আগস্ট থেকে কারখানা খোলার আশায় বিজিএমই

চিকলী ডেস্ক নিউজ : করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে আগামী ১ আগস্ট থেকে শিল্প-কারখানা পরিচালনার প্রস্তুতি রাখার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় তিনি বলেন, ‘আপনারা অবগত আছেন যে, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সর্বাত্মক লকডাউন থাকবে। এ সময় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎযাপন করবো এবং অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবো। ‘
বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে আগামী ১ আগস্ট থেকে শিল্প-কারখানা পরিচালনার প্রস্তুতি রাখার আশাবাদ ব্যক্ত করছি। পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত করণীয় সম্পর্কে পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।’

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়