25.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে ফোন করলেই পোঁছে যাবে ফ্রি-অক্সিজেন

চিকলী নিউজ : মানুষ মানুষের জন্য গানের এ চরণকে ধারণ করে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনের উদ্যোগে কোরনায় আক্রন্ত রোগীদের জন্য চালু হলো ফ্রি- অক্সিজেন সরবরাzহ। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে শ্রমিক লীগ কার্যালয়ে ভার্চুয়ালে যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড জাহাঙ্গীর কবির নানাক। এতে ভার্চুয়ালি বিশেষ অতিথি’র বক্তব্য বলেন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।

এ কর্মসূচির উদ্যোগতা মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য বলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের পরিচালক ডা. মো. নবিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বাভাবিক অবস্থায় রাখতে নিরলসভাবে কাজ করছেন। দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেবা ও ত্রান। অথচ বিএনপি কাউকে এক ছটাক চাল বা একটি ট্যাবলেট ও দেয়নি।
এছাড়া প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য এ সরকার কাজ করছে।তিনি এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে থাকার জন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ কর্মসূচির উদ্যোক্তা মোখছেদুল মোমিন জানান, জরুরী অক্সিজেন সেবা কার্যক্রমে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৬০টি ন্যাজাল ক্যানুলা এবং ১০টি নেবুলাইজার রয়েছে। পরবর্তিতে এসব উপকরণ আরও বৃদ্ধি করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেন সংকটে না ভুগেন।

০১৭৩৪৪৮৪১০৪ এ নম্বরের একটি হট লাইন চব্বিশ ঘণ্টাই চালু থাকবে। এ সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪০ জনের একটি স্বেচ্ছাসেবক টীমও গঠন করা হয়েছে। আজ থেকে বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করলাম।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়